ডিসেম্বর ২১, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের ক্রেডিট রেটিং বা ঋণমান যাচাই সম্পন্ন করা হয়েছে। বন্ডটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বন্ডটির দীর্ঘমেয়াদী ‘এ+’ রেটিং হয়েছে। বন্ডটির ২১ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়। এ ঋণমান যাচাইয়ের মেয়াদ ২০২৫ সালের ২১ জুন পর্যন্ত বহাল থাকবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...