নভেম্বর ১৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ১০০০ কোটি টাকার বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। প্রাইভেট প্লেসমেন্টে এই বন্ড ইস্যু করবে কোম্পানিটি।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ব্যাংকটির মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...