জানুয়ারি ২৬, ২০২৫

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালনা পর্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড এয়ারওয়েজের পূর্ববতী পরিচালনা পর্যদের (বোর্ড অফ ডিরেক্টরস) কার্যক্রমের উপর সংগঠিত অনুসন্ধান পরবর্তী দাখিলকৃত তদন্ত প্রতিবেদন এ উল্লেখিত কমিটির সুপারিশ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...