নভেম্বর ২৪, ২০২৪

ইউএস এম ১ আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহে ইউক্রেনে প্রথম ইউএস অ্যাব্রামস ট্যাঙ্ক সরবরাহ করা হবে।’

বাইডেন হোয়াইট হাউসে বলেছেন, ‘আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান ইউক্রেনে সরবরাহ করা হবে।’ এ সময় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাইডেনের পাশে দাঁড়িয়ে ছিলেন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমা সহায়তায় ইউক্রেনও পাল্টা হামলা চালাচ্ছে। এই অবস্থায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। যুদ্ধ শুরুর পর এটা জেলেনস্কির দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর। খবর বাসস।
খবরে বলা হয়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রে জেলেনস্কির এটি দ্বিতীয় সফর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...