নভেম্বর ১৫, ২০২৪

আলী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশের জন্য ইইউর এক্সপোর্ট, ইমিগ্রেন্টের যে বাজার এবং সেখানে বাংলাদেশীদের কাজের যে সুনাম তা কিভাবে আরও ভালো করা যায় এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে আলোচনা হয়েছে।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বৈঠকে উভয়ের মধ্যে সম্ভবনামূলক অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন প্রকল্প ও বাজেট সহায়তা নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, আমরা বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। তাছাড়া ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক, আমরা তা চাই। বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপের ২৪ বিলিয়ন ইউরোর বাণিজ্য রয়েছে। আমরা এটি আরও বাড়াতে চাই। আমরা চাই ইইউতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ুক। তাছাড়া বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন রাষ্ট্রদূত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...