আগস্ট ১৪, ২০২৫

দলের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটির অনুমোদন দিয়েছে আওয়ামী লীগ। রোববার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান হিসাবে আগেই নিয়োগ করা হয় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও অধ্যাপক ড. আবদুল খালেককে। আর সদস্য সচিব আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার (চাঁপা)। এ ছাড়া কো চেয়ারম্যান করা হয়েছে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে। এ তিনজনসহ এ কমিটির সদস্য ৬৭ জন।

এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নুরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক জাকিয়া পারভীন, অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, রাবির অধ্যাপক পিএম সফিকুল ইসলাম, ঢাবির অধ্যাপক এজেএম শফিউল ইসলাম ভূঁইয়া, রাবির অধ্যাপক আবুল কালাম, অধ্যাপক ফায়েকুজ্জামান, ঢাবির অধ্যাপক কেএম সালাহউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া, ঢাবির ড. দুলাল চন্দ্র গাইন, অধ্যাপক ডা. কামরুল হাসান খান। ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক দপ্তর সম্পাদক শেখ রাসেলও আছেন এ কমিটিতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...