ডিসেম্বর ২৩, ২০২৪

একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ। এই টেস্ট শুরুর আগে আজ দুঃসংবাদ বাংলাদেশ দলে। আগামীকাল (৪ এপ্রিল) থেকে মিরপুর শেরই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টটি।

এর আগে আইরিশদের বিপক্ষে ওয়ানডে ও টিটোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। দুই সিরিজেই জিতেছে বাংলাদেশ। এ ছাড়া দুটি সিরিজেই বল হাতে দারুণ ছন্দে ছিলেন তাসকিন। ওয়ানডে সিরিজে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট সংগ্রহ করেন তিনি। আর টিটোয়েন্টিতে হন সর্বোচ্চ উইকেটশিকারি।টোয়েন্টিতে তিন ম্যাচে ৭.১০ ইকোনোমিতে ৮টি উইকেট নেন ডানহাতি এই পেসার।

এদিকে এই টেস্টের আগে চোটে পড়ে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। সাইড স্ট্রেইনের কারণে আগামীকাল একমাত্র টেস্টে খেলতে পারবেন না এই ডানহাতি পেসার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...