নভেম্বর ২৪, ২০২৪

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে পুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রভাব দেখা দেয়। বাজারে লেনদেন কমার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরলস চেষ্টায় বিনিয়োগকারীদের মধ্যে সেই সংকট দূর হয়েছে ও বাজারে লেনদেনের গতি বেড়েছে।

পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধিতে সাইডলাইনে বসে থাকা বিনিয়োগকারীরাও বিনিয়োগে আসতে শুরু করেছেন। বাজারের গতিশীলতার স্বার্থে অতি দ্রুত বন্ডে বিনিয়োগ এক্সপোজার লিমিটেডের বাইরে রাখার বিষয়টি সুরাহা করতে হবে বলে মনে করেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার ডিএসইতে ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭১ কোটি ৭৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭৫৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। আজ সিএসইতে ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে পুঁজিবাজারে সূচকের নেতিবাচক প্রভাব দেখা দেয়। বাজারে লেনদেন কমার পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট দেখা দেয়। কিন্তু নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিরলস চেষ্টায় বিনিয়োগকারীদের মধ্যে সেই সংকট দূর হয়েছে ও বাজারে লেনদেনের গতি বেড়েছে।

পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধিতে সাইডলাইনে বসে থাকা বিনিয়োগকারীরাও বিনিয়োগে আসতে শুরু করেছেন। বাজারের গতিশীলতার স্বার্থে অতি দ্রুত বন্ডে বিনিয়োগ এক্সপোজার লিমিটেডের বাইরে রাখার বিষয়টি সুরাহা করতে হবে বলে মনে করেন বিনিয়োগকারীরা।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...