জানুয়ারি ২২, ২০২৫

নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এর ‘দুই নয়নের আলো’ সিনেমাটি ২০০৫ সালে মুক্তি পায়।
নিম্নবিত্ত এক তরুণীর জীবন-সংগ্রাম ও মর্যাদার লড়াই নিয়ে আবর্তিত শাবনূরের চরিত্রটি।

মুক্তির পর যা বেশ সাড়া ফেলেছিল। শাবনূর, ফেরদৌস, শাকিল খানকে নিয়ে ‘দুই নয়নের আলো’। নির্মাতা মানিক বলেন, ‘‘দুই নয়নের আলো-টু’ নির্মাণ করব। প্রি-প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। খুব শিগগির শিল্পী চূড়ান্ত করব। এখনই কারো নাম বলতে চাচ্ছি না। তবে ভালো কিছু হবে। দর্শকদের জন্য চমক থাকবে এতটুকু বলতে পারি।

দীর্ঘ ১৮ বছর পর নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির দ্বিতীয় পার্ট। ‘দুই নয়নের আলো-টু’-তে ফের শাবনূর অভিনয় করবেন কি না তা এখনই বলতে নারাজ নির্মাতা মানিক। ‘দুই নয়নের আলো’, ‘মন ছুয়েছে মন’, ‘মা আমার চোখের মনি’, ‘কিছু আশা কিছু ভালবাসা’, ‘এমনও তো প্রেম হয়’-সহ বেশ কিছু জনপ্রিয়

সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। মানিক নির্মিত সর্বশেষ সিনেমা ‘আর্শীবাদ’। এতে জুটি বেঁধে অভিনয় করেন মাহিয়া মাহি ও জিয়াউল রোশান। এখনই কারো নাম বলতে চাচ্ছি না। তবে ভালো কিছু হবে। দর্শকদের জন্য চমক থাকবে এতটুকু বলতে পারি।’’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...