জানুয়ারি ৫, ২০২৫

পিএসজি ছেড়ে আল হিলালে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন নেইমার। গতকাল মঙ্গলবার রাতে সৌদি ক্লাব আল হিলাল নেইমারকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে। সৌদি আরব ও এশিয়ার সবচেয়ে সফলতম ক্লাব আল-হিলাল। ৬৬ ট্রফি জয়ের মধ্যে সবচেয়ে বেশি ১৮ বার লিগ শিরোপা ও চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি আছে তাদের।

নেইমার আল-হিলালে যোগ দিলেও এখনো চুক্তি কিংবা পারিশ্রমিক নিয়ে মুখ খোলেনি তার ক্লাব। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী সৌদির ক্লাবটিতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নেইমার। এই দুই বছরে ৯০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেওয়া হবে তাকে।

চুক্তি সম্পন্নের পর এক ভিডিও বার্তায় নেইমার বলেছেন, ইউরোপে আমি অনেক কিছু অর্জন করেছি, অনেক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছি। কিন্তু আমি বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছিলাম, নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। সৌদি প্রো লিগ দারুণ সব খেলোয়াড়দের নিয়ে সামনে এগোচ্ছে, এখানে আমি নতুন ইতিহাস লিখতে চাই।

এর আগে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ফুটমারকেতোর এক প্রতিবেদনে বলা হয়, আল হিলালের কাছে যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান চেয়েছেন নেইমার। সেই সঙ্গে প্রেমিকা ব্রুনো বিয়ানকার্দির সঙ্গে সৌদি আরবে থাকতে চান নেইমার।

সৌদিতে বিবাহবহির্ভূতভাবে নারী-পুরুষ একই ছাদের নিচে থাকতে পারেন না। বিষয়টি সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর মতোই নেইমারের বেলাতেও সেই নিষেধাজ্ঞা থাকছে না বলেই খবর পাওয়া গিয়েছে।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...