ডিসেম্বর ২২, ২০২৪

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক, পুঁজিবাজারসহ আর্থিক খাতে আওয়ামী লীগের আমলে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়েছে। আর্থিক খাতের চ্যালেঞ্জ খুব ভয়াবহ। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ড. সালেহউদ্দিন।

এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি ব‍্যাংকের অবস্থা খারাপ। তবে ইসলামী ব‍্যাংক ঘুরে দাঁড়ানোর পথে। কোনো ব‍্যাংক বন্ধ করা হবে না। গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার।

পুঁজিবাজার প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়টি বিবেচনায় রয়েছে সরকারের। বাজারে নতুন কোম্পানি আনার চেষ্টা চলছে। কারসাজি বন্ধেরও কাজ চলছে। কলকারখানা বন্ধ থাকার পরও শেয়ারবাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানোর সমালোচনা করেন তিনি।

আয়কর, ভ‍্যাট আহরণ সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার উদ‍্যোগ নেয়া হয়েছে অর্থ উপদেষ্টা বলেন, বিমা কোম্পানির অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে। মাথায় হাতুড়ি মেরে চট করে রাতারাতি বিমা খাতকে ঠিক করা যাবে না। তবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে কাজ করার তাগিদ দেওয়া হচ্ছে।

এ সময় রিজার্ভ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ২.৫ বিলিয়ন ডলারের বকেয়া ছিল। এ বকেয়া এখন চার শ মিলিয়নে নেমে এসেছে। রিজার্ভে হাত দিতে হয়নি। মূল‍্যস্ফীতি ও জ্বালানি মূল্যবৃদ্ধি বড় সমস্যা।

অন্তর্বর্তী সরকার এমন সংস্কার করে যাবে যাতে পরবর্তীতে যে কেউ টাকা চুরি, অর্থ পাচার ও ব‍্যাংকের টাকা তছরুপ করতেও ভয় পাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...