ডিসেম্বর ২৩, ২০২৪

১৯৯৮ সালে মডেল-অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন আরবাজ খান। তাদের ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ হয়ে গেছে ২০১৭ সালে।

বিচ্ছেদ হওয়ার পরও ছেলে আরহানের জন্য অনেক সময় একসঙ্গে দেখা যায় আরবাজ ও মালাইকাকে। বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা।

গত বছরের ২৪ ডিসেম্বর মেকআপশিল্পী শুরা খানের সঙ্গে নতুন দাম্পত্য শুরু করলেন আরবাজ খান। বিয়ের পর প্রথমবারের মতো বিগ বসের ফাইনালে হাজির হয়েছিলেন আরবাজ। যেখানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান, সোহেল খানসহ একাধিক তারকা।

সেই অনুষ্ঠানে আরবাজকে পেয়ে কমেডিয়ান ও অভিনেত্রী ভারতী সিং প্রশ্ন করেন, কেন বিয়েতে আমন্ত্রণ পাননি তিনি। জবাবে আরবাজ বলেন, ‘পরবর্তী বিয়েতে আপনাকে দাওয়াত দেব।’

এ সময় সালমানের কাছে ভাইয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চান ভারতী। জিজ্ঞেস করেন, বিয়ের আগে আরবাজকে কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা।

জবাবে সালমান খান বলেন, ‘না। সে আমার কথা শোনা না। আমার কথা শুনলে তো….’। এরপরই মঞ্চে উপস্থিত সবাই হেসে ফেলেন।

তখন অভিনেতা মজা করে বলে ওঠেন, ‘তোমরা এমন আচরণ করছ, যেন আমি প্রথম বিয়ে করেছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...