সেপ্টেম্বর ২৯, ২০২৪

সৌদি ক্লাব আল নাসরে একটি রেকর্ডময় মৌসুম শেষ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেইসঙ্গে তার দল আরও শক্তিশালী ফিরে আসবেন বলেও ঘোষণা দিয়েছেন।
গত মৌসুমে তার অর্জন করা বেশ কয়েকটি কীর্তির কথা স্মরণ করে দিয়ে ৩৯ বছর বয়সি এই পর্তুগিজ তারকা সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘খেলুন, শিখুন, বেড়ে উঠুন এবং পুনরাবৃত্তি করুন। এই মৌসুমে আমাদের সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব!’

রোনালদো আল নাসরে ভালো-মন্দের মিশেলে একটি টক-ঝাল-মিষ্টি মৌসুম কাটিয়েছেন বলা যায়। যদিও তার দল আল নাসর ইতিহাসে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছে।

এই কীর্তি গড়ার পথে পর্তুগিজ ফুটবলার ৫১ ম্যাচে ৫০ গোল করতে সক্ষম হন এবং কিছু রেকর্ডও ভেঙে ফেলতে সক্ষম হন। শুধু তাই নয়, সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন কিংবদন্তি এই খেলোয়াড়।

সতীর্থদের সহায়তার স্বীকৃতি দিয়ে সিআর সেভেন খ্যাত এই মহাতারকা বলেন, ‘কেবল আমার সতীর্থ এবং কর্মীদের সহায়তায় এটা সম্ভব হয়েছে।’

গত শুক্রবার জেদ্দায় সৌদি কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে ৫-৪ গোলে হেরে যায় আল নাসর। ম্যাচে আল হিলালের বিপক্ষে পেনাল্টি শুটআউটে আল নাসর দুবার পিছিয়ে পড়ার কথা স্মরণ করে রোনালদো প্রতিশ্রুতি দেন যে, তার দল আগামী মৌসুমে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।

ক্লাবের হয়ে মৌসুমের খেলা শেষ হলেও নিজে ব্যস্ত থাকবেন নিজ দেশের হয়ে ইউরোর খেলা নিয়ে। এ প্রসঙ্গে এক এক্স বার্তায় পর্তুগিজ এই তারকা সমর্থকদের উদ্দেশ্যে লেখেন, ‘ভালোবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এখন সময় এসেছে ইউরোতে ফোকাস করার এবং আমার দেশের জন্য নিজেকে উজ়াড় করে দেওয়ার।’

তথ্যসূত্র: জিও নিউজ ও রয়টার্স।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *