সহিংসতার আরও দুটি মামলা থেকে জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার যুক্তিতর্কের পর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুরিদ আব্বাস ও শাহজাদ খান জামিনের রায় ঘোষণা করেন।
একই মামলায় খান ছাড়াও তার দল তেহরি-ই-ইনসাফের (পিটিআই) নেতাদেরও জামিন দেওয়া হয়েছে। মঙ্গলবার ডনের খবরে এই তথ্য জানা গেছে।
পিটিআইই নেতা শাহ মেহমুদ কুরেশি, কাসিম সুরি, জারতাজ গুল, আলী নওয়াজ আওয়ান, ফয়সাল জাভেদ, শিরিন মাজারি, সাইফুল্লাহ নিয়াজি, আসাদ ওমর এবং আওয়ামী মুসলিম লীগের চেয়ারম্যান শেখ রশিদকে খালাস দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সহিংসতা, দাঙ্গা, জনসেবা বাধাগ্রস্ত করা এবং আগুন বা বিস্ফোরক দ্রব্য দিয়ে দুর্বৃত্তায়নের অভিযোগ নথিভুক্ত হওয়ার প্রায় দুই বছর পরে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি শেষে রায়ে বলা হয়, খানের বিরুদ্ধে যথেষ্ঠ প্রমাণ নেই। যেসব প্রমাণ আদালতের হাতে আছে তা অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ঠ নয়।
এর আগে, বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আব্বাসের সামনে কার্যক্রম চলাকালীন, পিটিআইপডা কৌঁসুলি নাঈম পাঞ্জোথা যুক্তিতর্ক উপস্থাপন করেন। পিটিআই নেতাকে বেকসুর খালাস দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেন তিনি। বলেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি জোর দিয়ে আরও বলেছেন, ২০২২ সালের ২৫ মে পিটিআইয়ের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তিনি খান ও তার দলের অন্য নেতাদের জড়িত থাকার ভিডিও প্রমাণের অনুপস্থিতিও তুলে ধরেন। এর আগেও এ ধরনের অন্য একটি মামলা থেকে খালাস পেয়েছেন ইমরান খান, পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ।