জানুয়ারি ৫, ২০২৫

পুরুষদের ভয় পান অভিনেত্রী সোহানা সাবা। তবে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়া যাবে এমন মানুষ পেলে তাকে বিয়ে করবেন তিনি।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন এই অভিনেত্রী।

সাক্ষাৎকারে প্রেম ও বিয়ে প্রসঙ্গে সাবা বলেন, প্রেমে পড়ার সুযোগ কম হয়েছে। তবে প্রেম করেছি অনেকবার। আমি যাদের সঙ্গে প্রেম করেছি, কিছু দিন পর মনে হয়েছে এ তো দেবদাস।

তিনি বলেন, সত্যি বলতে – আমি পুরুষদের এখন ভয় পাই। পুরো পৃথিবীতে সত্যিই কী আমার জন্য এ রকম কোনো মানুষ আছে, যার সঙ্গে নিশ্চিন্তে বাকিটা জীবন কাটাতে পারব? যদি এ রকম কেউ থেকে থাকে আর তার সঙ্গে আজ দেখা হয়ে যায়, তা হলে কালই তাকে বিয়ে করে ফেলতাম।

সোহানা সাবা অভিনীত নতুন সিনেমা ‘অসম্ভব’ মুক্তি পাচ্ছে শিগগির। এ ছাড়া নায়ক আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা। চলতি মাসে আরও একটি সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...