ডিসেম্বর ২২, ২০২৪

অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২০২৩ মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ চালকল মালিকদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ইস্যুতে খাদ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ১৮ এপ্রিলের ৫২ নম্বর স্মারকে জারি করা পত্রে ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহকারী মিলমালিকদের বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত ছিল ‌‘যেসব মিলমালিক চুক্তিকৃত পরিমাণের ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহ করেছেন তাদের জামানত রেখে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৩ এর চাল ক্রয়ের চুক্তিতে অন্তর্ভুক্ত করা।’

এক্ষেত্রে যেসব মিলমালিক চুক্তি করা পরিমাণের ৪০% এর কম পরিমাণ চাল সরবরাহ করেছেন তাদের জামানতের বিষয়ে পরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও এতে বলা হয়।

চিঠিতে আরো বলা হয়, এ অবস্থায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এদিকে খাদ্য মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়েছে খাদ্য অধিদপ্তর। এতে বলা হয়, অবগতি/প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...