জানুয়ারি ২২, ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের আমন মৌসুমে ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ১৭ নভেম্বর থেকে শুরু হবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান।

আজ বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এই মূল্য নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সভা শেষে খাদ্যসচিব মো. মাসুদুল হাসান জানান, আমন মৌসুমে ৩৩ টাকা দরে সাড়ে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৪৭ টাকা দরে সাড়ে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার।

এ ছাড়া ৪৬ টাকা দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে জানিয়ে তিনি বলেন, ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। আর আতপ চাল ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৫ সালের ১০ মার্চ পর্যন্ত সংগ্রহ করা হবে।

খাদ্যসচিব বলেন, অভ্যন্তরীণ বাজার ছাড়াও চাহিদা ঠিক রাখতে আমদানি করা হবে ৫ লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে দুই লাখ মেট্রিক টন কেনা হবে সরকারি মাধ্যমে।

উল্লেখ্য, গত বোরো মৌসুমে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা। আর ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...