ডিসেম্বর ২৩, ২০২৪

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল ফিতরে টানা ছয় দিন পণ্য আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সকাল থেকে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। সকালে বন্দর থেকে পণ্য খালাস করে ভারতীয় খালি ট্রাকগুলো নিজ দেশে ফিরে গেছে। তবে সরকারি ছুটি ব্যতীত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে বুধবার (১৯ এপ্রিল) থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত টানা ছয়দিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। আমদানি-রফতানিকারক ও সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয়। ঈদের ছুটি শেষে আগামী ২৫ এপ্রিল থেকে আবারও বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আশরাফুল বলেন, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ নেই। অন্যান্য দিনের মতো সকাল থেকে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...