ডিসেম্বর ২২, ২০২৪

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ। গত ১৬ জুলাই পুলিশের গুলিতে তিনি শহীদ হন। এই হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে বেরোবি প্রশাসন।

বুধবার (২ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

এর আগে বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মিজানুর রহমান, সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান এবং এ কমিটির সদস্য হলেন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ।

এ কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। বিভিন্ন মাধ্যমে তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব প্রতিবেদন জমা দেওয়া যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...