জানুয়ারি ১১, ২০২৫

আবারও জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের স্পিকার হিসেবে মনোনীত করেছে।

অাজ বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পিকার নির্বাচিত হন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানিকভাব স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগকে তাকে মনোনীত করায় তিনি আবারও স্পিকার হবেন। রংপুর-৬ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ড. শিরীন শারমিন চৌধুরী পুনরায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...