নভেম্বর ২৪, ২০২৪

ওয়ানডে বিশ্বকাপে ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও ইংল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আগে ব্যাট করবে হাশমতউল্লাহ শহীদির দল।

আজ রোববার ইংল্যান্ড-আফগানিস্তানের এই ম্যাচের ভেন্যুটি (অরুন জেটলি স্টেডিয়াম) রানপ্রসবা। শ্রীলঙ্কার বিপক্ষে এ মাঠেই কদিন আগে বিশ্বকাপের সর্বোচ্চ সংগ্রহের (৪২৮) রেকর্ড করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ৩২৬ রান করেছিল লঙ্কানরা।

পিচ রিপোর্টে দিনেশ কার্তিক ও লিসা স্থালেকার জানিয়েছেন, এ মাঠে যে কোনো সংগ্রহই তাড়া করা যেতে পারে। তাই আগে ফিল্ডিং করাটাই বুদ্ধিমানের কাজ। জস বাটলারও আগে ফিল্ডিং করার সিদ্ধান্তই নিলেন।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, দাউভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড, রিস টপলি।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক ও ফজলহক ফারুকী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...