দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের শুনানির তৃতীয় দিনে ৯৮ জনের মধ্যে ৬১ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানিতে উপস্থিত ছিলেন চার কমিশনার।
যেসব প্রার্থীর আবেদন মঞ্জুর হয়েছে তারা হলেন ঠাকুরগাঁও -৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আশা মনি কুমিল্লা-১ আসনে ইসলামি ঐক্যজোটের মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন, ঢাকা-১৮ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. বশির উদ্দিন, যশোর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হুমায়ূন সুলতান, গোপালগঞ্জ -২ আসনে জাসদ প্রার্থী ফুলমিয়া মোল্লার আবেদন মঞ্জুর করা হয়েছে।
এছাড়া, সুনামগঞ্জ -২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, রংপুর -৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম, কুমিল্লা -১১ আসনে গণফোরামের আব্দুল রহমান, কুড়িগ্রাম -৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মাসুম ইকবাল, নোয়াখালী -২ আসনে কল্যাণ পার্টির কাজী সরওয়ার আলম ও ঝালকাঠি -১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের মনোনয়ন মঞ্জুর করেছে ইসি।
ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন লড়তে এসব প্রার্থীর আর কোনো বাধা থাকলো না।
ক্রমিক অনুসারে মঙ্গলবার ২০১ থেকে ৩০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি হয়। বুধবার ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের পালা আসবে। বৃহস্পতিবার ৪০১ থেকে ৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।
মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়ে নির্বাচন কমিশনে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।