জানুয়ারি ১০, ২০২৫

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

২৬ জানুয়ারি বিএনপি নতুন কর্মসূচি ডেকেছে। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার অধিকার বিএনপির আছে। তবে শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে যদি ২৮ অক্টোবর করতে চায় তাহলে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে। এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ মোকাবিলা করবে।

তিনি আরও বলেন, বিএনপি তাদের তথাকথিত আন্দোলনে কোনো রূপরেখা দিতে পারে না, তাই বার বার ব্যর্থ হয়। রাজনৈতিক আন্দোলনকে বিএনপি হাসি তামাশায় পরিণত করেছে। বিএনপির আন্দোলন নিয়ে এখন ঘোড়াও হাসে।

এসময় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে জোরেশোরে কাজ শুরু হয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার কারণ অনুসন্ধান চলছে। পাশাপশি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে যুদ্ধ সারা বিশ্বের সব রকম বাজার অস্থির করে তোলা হয়েছে। এ কারণে অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব থেকে অভিনন্দন জানানো গণতান্ত্রিক রীতিনীতির স্বাভাবিক প্রক্রিয়া, এ নিয়ে রং ছড়িয়ে বিএনপির কোনো লাভ হবে না। কারো স্বীকৃতির জন্য সরকার অপেক্ষা করছে না। বাংলাদেশ দেউলিয়া কোনো দেশ না। কারো স্বীকৃতি জরুরী না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...