ডিসেম্বর ২২, ২০২৪

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সমর্থন প্রত্যাশা করেছেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

শুক্রবার (১৩ জানুয়ারি) জাতিসংঘের অভিবাসী মানবাধিকার বিষয়ক স্পেশাল র‌্যাপোর্টিয়ার ফেলিপে গঞ্জালেজ মোরালেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত এ সমর্থন প্রত্যাশা করেন বলে শনিবার ১৪ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে জানায় মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন গঞ্জালেজ মোরালেস। মোরালেস জানান, ব্যক্তিগত সংগ্রহে থাকা ১৯৭১ সালে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর রেকর্ডিং বাংলাদেশের জন্য তার আবেগের এক মূল্যবান স্মারক।

তিনি দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন। আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অনন্যসাধারণ সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের অগ্রগতির বিষয়ে রাষ্ট্রদূত স্পেশাল র‌্যাপোর্টিয়ারকে অবহিত করেন।

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল সমর্থনে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান মোরালেস। অভিবাসীদের অধিকার সুরক্ষায় গৃহীত ‘গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন’ প্রণয়ন ও নেগোসিয়েশনে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন তিনি। বিশেষভাবে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ নাগরিককে (রোহিঙ্গা) সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে মৌলিক সুযোগ-সুবিধাসহ আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া, স্বদেশে গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে পারেন, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জনমত গঠনে স্পেশাল র‌্যাপোর্টিয়ারের সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...