ডিসেম্বর ২৪, ২০২৪

ভারতের শিল্পপতি বিজয় মাল্যের ছেলে সিদ্ধার্থ মাল্যের রঙিন জীবন নিয়ে এক সময় কম চর্চা হয়নি। এবার বিয়ে করেছেন সিদ্ধার্থ মাল্য! এক সময় বলিউড নায়িকা দীপিকা পাডুকোন ও আনুশকার সঙ্গেও প্রেমের সম্পর্ক ছিল বিজয়-পুত্রের।

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পরই দীপিকার জীবনে এসেছিলেন সিদ্ধার্থ। একসঙ্গে ‘ডিনার ডেট’ থেকে আইপিএল ভিআইপি স্ট্যান্ডে আচমকাই দীপিকাকে জড়িয়ে ধরে সিদ্ধার্থের চুম্বন- কোনো কিছুই নজর এড়ায়নি ছবিশিকারিদের।
প্রেম ভাঙার পর বার বার দীপিকার দিকেই আঙুল তুলেছেন সিদ্ধার্থ। সেই সিদ্ধার্থ এ বার বিয়ে করলেন দীর্ঘ দিনের প্রেমিকা জ্যাসমিনকে। এর মাঝেই আবার কানাঘুষা চলছে- দীপিকার সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি আনুশকার সঙ্গে প্রেম করতেন সিদ্ধার্থ!

২০১৪ সালে দেওয়া এক সাক্ষাতকারে সিদ্ধার্থ স্বীকার করেছিলেন তার সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন তিনিও শুনেছেন।

সে সময় সিদ্ধার্থ বলেছিলেন, ‘আসলে আনুশকার সঙ্গে আমার মোটে দুবার দেখা হয়েছে। সেই দুবারই অবশ্য দীপিকা ছিল আমার সঙ্গে। কখনো আনুশকার সঙ্গে তেমন কিছু ব্যক্তিগত যোগাযোগ হয়নি।’

শনিবার ২২ জুন লন্ডনে বিয়ের পর্বটি সারেন সিদ্ধার্থ। এ দিকে এই মুহূর্তে বিরাট কোহলিকে বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার সাজিয়েছেন আনুশকা। অন্যদিকে খুব শীঘ্রই মা হতে চলেছেন দীপিকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...