ডিসেম্বর ২৩, ২০২৪

দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আনুশকা শর্মা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুশকাকে। সে সময় ফটো সাংবাদিকদের ছবি না তোলার অনুরোধ করেন বিরাট। পাশাপাশি এমনটাও নাকি জানান, খুব তাড়াতাড়ি তারা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তারপর থেকেই আনুশকার আবারও মা হতে যাওয়ার গুঞ্জন জোড়ালো হয়েছে।

জানা গেছে, কোহলি দম্পতি আগেরবারের মতোই এ খুশির সংবাদের কথা ঘোষণা করবেন। তবে আগেরবারের মতোই একটু শেষের দিকে। তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

গত কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে সব কিছু থেকে এক প্রকার আড়ালেই রেখেছেন। এমনকি তার স্বামী বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট ম্যাচেও যাচ্ছেন না।

আনুশকা শর্মা ও বিরাট কোহলি ভালোবেসে ঘর বাঁধেন ২০১৭ সালের ১১ ডিসেম্বর। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...