ডিসেম্বর ২৪, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন নতুন মেশিনারিজ কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি প্যাকেজ ইয়ার্ন স্যাম্পল ডাইং মেশিন ৪ সেট, প্যাকেজ ইয়ার্ন ডাইং মেশিন ১ সেট, সফট প্যাকেজ উন্ডিং মেশিন ২ সেট এবং কোন টু কোন ২ সেট মেশিন কিনবে।

নতুন মেশিনগুলো পুরাতন মেশিনের জায়গায় স্থাপন করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...