জানুয়ারি ১১, ২০২৫

টি-টোয়েন্টি বোলারদের সর্বশেষ র‌্যাংকিং আজ বুধবার প্রকাশ করেছে আইসিসি। সেখানে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবি বিষ্ণোইকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছেন ইংল্যান্ডের আদিল রশিদ।

তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম চূড়ায় উঠলেন তিনি। শুধু তাই নয়, দ্বিতীয় কোনো ইংলিশ বোলার হিসেবে শীর্ষস্থান দখলে নিলেন। তার এক দশক আগে শীর্ষে উঠেছিলেন গ্রায়েম সোয়ান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ পাঁচ উইকেট নিয়েছেন আদিল। আর সেটার প্রভাব পড়েছে র‌্যাংকিংয়ে। দুইধাপ উন্নতি করে উঠে গেছেন একেবারে শীর্ষে। তাতে পেছনে পড়ে গেছেন লেগ স্পিনার বিষ্ণোই ও রশিদ খান।

৭১৫ রেটিং নিয়ে আদিল শীর্ষে, ৬৯২ রেটিং নিয়ে রশিদ খান দ্বিতীয় স্থানে এবং ৬৮৫ রেটিং নিয়ে বিষ্ণোই আছেন তৃতীয় স্থানে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...