সেপ্টেম্বর ১৭, ২০২৪

বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ সুপার ফোরের লড়াই। আজ বিকাল সাড়ে ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে সাকিব আল হাসানদের সুপার ফোরে খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে মিরাজ ও শান্তর জোড়া সেঞ্চুরি এবং তাসকিন- শফিউলের মারাত্মক বোলিংয়ে বড় ব্যবধানে জিতেই বাংলাদেশ সুপার ফোর নিশ্চিত করে।

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। ব্যাটিং-বোলিং সব বিভাগেই বাবর-আফ্রিদিদের সাফল্য চোখে পড়ার মতো। খেলাটাও তাদের মাটিতেই। তবে জয় নিয়েই কেবল ভাবছে সাকিবের দল। নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো অসম্ভব নয় তাসকিন-শরিফুলদের।

এই ম্যাচের আগে দুঃসংবাদ আছে বাংলাদেশ শিবিরে। দেশে ফিরে আসছেন হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা নাজমুল হোসেন শান্ত। মূলত বিশ্বকাপ পরিকল্পনায় তাকে নিয়ে ঝুঁকিতে যেতে চাইছে না ম্যানেজমেন্ট। দুই ম্যাচে ১৯৩ রান করা শান্তর জায়গায় দলে ঢুকেছেন লিটন কুমার দাস।

২০১৯ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সর্বশেষ লড়াইয়ে টাইগারদের ৯৪ রানে হারিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের ওই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে টানা চারটি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর মধ্যে ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে হওয়া এশিয়া কাপের সুপার পর্বের জয়টিও ছিল।

বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হাক, সৌদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *