নভেম্বর ২৩, ২০২৪

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) মধ্যরাত ১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত তিন বগি নিয়ে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার আব্দুস সালাম ক্ষতিগ্রস্ত তিন বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরিষাবাড়ী রেলস্টেশন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস ট্রেন সরিষাবাড়ী স্টেশনে যথাসময় আসে। স্টেশন থেকে তারাকান্দির উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় ট্রেনের শেষের একটি বগিতে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটি বগি আংশিক পুড়ে গিয়েছে। রোববার ভোর সকাল ৭টায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে আগুনে পোড়া তিন বগি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে গেছে।

সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বলেন, লাইন ক্লিয়ার দেওয়ার পরে ট্রেনটি তারাকান্দির দিকে যাওয়ার সময় মানুষের চিৎকার শুনে পাই। পরে দেখি ট্রেনের শেষের বগিতে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। দুটি বগি পুরোপুরি পুড়ে গেছে। আরেকটির আংশিক পুড়ে গেছে। সকাল ৭টায় আগুনে পোড়া তিন বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার রুহুল আমীন বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সম্পূর্ণ পুড়ে গেছে। আরেকটি বগির আংশিক পুড়েছে। খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ট্রেনে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তা জানা যায়নি। সরিষাবাড়ী থানা পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...