![](https://thebiz24.com/wp-content/uploads/2023/08/kamrul-islam.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আজ শুক্রবার (১৮ আগস্ট) কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের চরাইল মাঠে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন বসে থাকবে না।
তিনি অভিযোগ করেন, অপশক্তিরা বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে লবিস্ট নিয়োগ করে, পুলিশের গাড়িতে আগুন দেয়, সন্ত্রাসীকাজে লিপ্ত হয়। তাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের দমন করতে সবার প্রতি আহ্বান জানান কামরুল ইসলাম।
নির্বাচনব্যবস্থা নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা প্রসঙ্গে এই নেতা বলেন, তাদের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই, তারা খুনি। বিএনপি গণগন্ত্র বিশ্বাস করে না, তারা দেশটাকে ধ্বংসস্তূপে রূপান্তর করতে চায়।