সংবাদমাধ্যম আলজাজিরার টুইট করা একটি ভিডিওতে দেখা যায়- রাস্তার ওপর দিয়ে তীব্র বেগে বয়ে যাচ্ছে জলধারা। এরই মধ্যে কোনোমতে একটি গাড়ির ওপর আশ্রয় নিয়েছেন এক নারী। ভিডিওর পরবর্তী অংশে তার মতো আরও কয়েকজনকে গাড়ির ওপর অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরও ভয়াবহ চিত্র ধরা পড়ে ভিডিওর পরবর্তী অংশে। যেখানে কয়েকটি গাড়ি পানির স্রোতে ভেসে যেতে দেখা যায়। গাড়ি আঁকড়ে ধরে রাখা এক ব্যক্তিকে তীব্র স্রোতের পানির মধ্যে পড়ে যেতেও দেখা যায়।
ভিডিওতে দেখা যায়- উদ্ধারকারীরা তৎপরতা চালালেও তীব্র স্রোতে দাঁড়িয়ে থাকতেই তাদের বেগ পেতে হচ্ছে।
উত্তরপূর্ব স্পেনের জারাগোজা থেকে আরেকটি ভিডিওতে শিলাবৃষ্টিসহ ভারী বৃষ্টিপাতও দেখা গেছে।
জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়দের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। প্লাবিত এলাকায় গাড়ি না চালাতেও পরামর্শ দেওয়া হয়েছে।