নভেম্বর ২৫, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে আজ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যে দুটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি, সেগুলো হচ্ছে, কুষ্টিয়া–২ ও নারায়ণগঞ্জ–৫।

আলোচিত আসন দুটির প্রার্থীর নাম কেন ঘোষণা করা হয়নি, সে বিষয়ে ওবায়দুল কাদের কিছু উল্লেখ করেননি।

বর্তমানে কুষ্টিয়া–২ আসনে সংসদ সদস্য রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। অন্যদিকে নারায়ণগঞ্জ–৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন এ কে এম সেলিম ওসমান।

বৃহস্পতিবার থেকে টানা বৈঠকে প্রার্থীতালিকা চূড়ান্ত করলেও এতদিন তা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দলটি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...