জানুয়ারি ২২, ২০২৫

আউট হয়েনে ভেবে হাঁটা শুরু করেন জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার। কিন্তু রিভিউ দেখে তাকে বাউন্ডারি লাইন থেকে ডেকে আনেন আম্পায়ার।

টিভি আম্পায়ার টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের এই সিদ্ধান্তে বিস্মিত শ্রীলংকা ক্রিকেট দল। মাঠের আম্পায়ারদের সঙ্গে অনেকক্ষণ তর্কও করেন তিনি। কিন্তু সিদ্ধান্ত বদলানোর তো আর উপায় নেই।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা।

টার্গেট তাড়া করতে নেমে প্রথম ৩ ওভারে ২৮ করেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। চতুর্থ ওভারে বিনুরা ফার্নেন্দোর বলে পুল করতে গিয়ে পরাস্ত হন সৌম্য। বল জমা পড়ে কিপারেরর গ্লাভসে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার শরফুদৌল্লাহ সৈকত। দ্রুতই রিভিউ নেন সৌম্য।

রিপ্লেতে দেখা যায় বল সৌম্যের ব্যাট পার হয়ে যাওয়ার সময় আল্ট্রা এজে আছে স্পাইক। সৌম্যও তা দেখে ভেবেছিলেন তিনি আউট। কিন্তু টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল স্টাম্প মাইকে জানান, স্পাইক দেখা গেলেও বল-ব্যাটের মধ্যে আছে গ্যাপ। সুতরাং নট আউট।

১৪ রানে জীবন পেয়ে শেষ পর্যন্ত ২২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন ফেরেন বাঁহাতি এই ওপেনার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...