জানুয়ারি ১১, ২০২৫

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চট্টগ্রাম শাখার অংশীজনের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) আইসিবি চট্টগ্রাম শাখায় সভাটি অনুষ্ঠিত হয়।

আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আইসিবি চট্টগ্রাম শাখার উপ-মহাব্যবস্থাপক লুৎফুল কাদেরের সভাপতিত্বে ও সহকারী মহাব্যবস্থাপক অচ্যুতানন্দ দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত অংশীজনরা পুঁজিবাজার ও আইসিবি গ্রাহকসেবা বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

প্রধান অতিথি আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে গ্রাহকদের সচেতনতা ও পুঁজিবাজার সংক্রান্ত জ্ঞান আহরণের উপর গুরুত্বারোপ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...