জানুয়ারি ১১, ২০২৫

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ। আগামী সোমবার (২ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগদান করবেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তিনি আইসিবির সাবেক চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।

এর আগে গত মঙ্গলবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইসিবির চেয়ারম্যানের পদ ছাড়েন অধ্যাপক সুবর্ণ বড়ুয়া। অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন।

অধ্যাপক সুবর্ণ বড়ুয়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের শিক্ষক ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...