ডিসেম্বর ২২, ২০২৪

২৪তম আইসিএবি ন্যাশনাল এ্যাওয়ার্ডের পাবলিক সেক্টর এনটিটি ক্যাটেগরিতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) সার্টিফিকেট অব মেরিট পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আইসিবি’র মহাব্যবস্থাপক (অ্যাকাউন্টস্ এন্ড ফাইন্যান্স) মোঃ আনোয়ার শামীম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...