জানুয়ারি ১০, ২০২৫

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) ব্যাংক খাতে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংক পিএলসির দ্বিতীয় ও তৃতীয় কনভার্টেবল, রিডিমেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট, সাবঅরডিনারি বন্ডের তালিকাভুক্তি চুক্তি (লিস্টিং এগ্রিমেন্ট) সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ মে) সিএসইর ঢাকাস্থ অফিসে উভয় কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

আইএফআইসি ব্যাংক পিএলসির এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার মোঃ নুরুল হাসনাত এবং সিএসইর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসনাইন বারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার আইএফআইসি ব্যাংকের অতিথিবৃন্দকে স্বাগত জানান।

অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল, আইএফআইসি সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ মাকসুদুর রহমান খান এবং সিএসইর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...