সেপ্টেম্বর ৮, ২০২৪

সময়টা একদমই ভালো যাচ্ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে একেবারেই মেলে ধরতে পারছেন না তারকা এই ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সর্বশেষ সিরিজেও ছিলেন বর্ণহীন। ফলস্বরূপ, এবার র‍্যাঙ্কিংয়েও বড় ধাক্কা খেলেন সাকিব। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্রিকেটের তিন সংস্করণেই পেছালেন সাকিব

একসময় তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। তবে সেই গৌরব এখন একেবারেই হারিয়ে ফেলেছেন তারকা অলরাউন্ডার। ওয়ানডে এবং টেস্টের শীর্ষস্থান তো আগেই হারিয়েছিলেন। এবার হারালেন টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান।

বুধবার (২৯ মে) সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন র‍্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলে টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডারের জায়গা দখল করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাম্প্রতিক অফফর্মের কারণে দুইয়ে নেমে গেছেন সাকিব।

২২৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন হাসারাঙ্গা, যা সাকিবের চেয়ে ৫ পয়েন্ট বেশি। তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবির রেটিং পয়েন্ট সাকিবের চেয়ে ৫ কম অর্থাৎ ২১৮।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *