সেপ্টেম্বর ২১, ২০২৪

রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বিরুদ্ধে ৪৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ স্থগিতের আবেদন খারিজ করে আগের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার নির্দেশনা প্রত্যাহারের আবেদন মঞ্জুর করতে অস্বীকৃতি জানিয়ে আগের নির্দেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে, গত ১২ মার্চ দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ইডিসিএলের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে, সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন করেন ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

এদিন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে জানান, ইডিসিএলের এমডির আবেদনের বিরোধিতা করে একটি আবেদন জমা দেবে কমিশন।

আদালত আগামী ১৪ মে’র মধ্যে দুদকের আবেদন জমা দিতে বলেছেন এবং এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ মে দিন ধার্য করেন।

গত ১২ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে নিরীক্ষার সময় ৩২টি অনিয়ম ও ৪৭৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে ২ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *