ডিসেম্বর ২২, ২০২৪

জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল আর নেই। বুধবার সন্ধ্যায় তিনি মারা যান বলে জানা গেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি জানান, ‘আহমেদ রুবেল আজ সন্ধ্যায় তার ছবির প্রদর্শনীতে যোগ দিতে যাওয়ার আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

এর আগে, নির্মাতা নুরুল আলম আতিক গণমাধ্যমকে জানান, ‘আজ সন্ধ্যায় আমার নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতে যোগ দিতে সিনেমাহলে যাওয়ার আগ মুহূর্তে আহমেদ রুবেল অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...