জানুয়ারি ২২, ২০২৫

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক নেহাল আহমেদ পদত্যাগ করেছেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। আজ বুধবার সকালে নেহাল আহমেদ পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

নেহাল আহমেদ বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।

তিনি আরো বলেন, পদত্যাগ করতে গতকাল (মঙ্গলবার) মন্ত্রণালয়ে গিয়েছিলাম। ঐ দিন সচিবালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি পরীক্ষার্থীরা অবস্থান নেয়ায় আজ সকালে অব্যাহতিপত্র জমা দিয়েছি।

উল্লেখ্য, প্রায় দুই বছর নিয়মিত ডিজি থাকার পর গত ১৩ এপ্রিল নেহাল আহমেদের চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়। পরে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। এ নিয়ে শিক্ষা ক্যাডারে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালানোর পর তিনি আর অফিস করেননি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...