ডিসেম্বর ২৬, ২০২৪

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ ও গাড়ীতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আজ বৃহষ্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। মিছিলটি জিপিও, পল্টন মোড়, মুক্তাঙ্গন গুলিস্থান হয়ে আবারও বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়।

মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, দপ্তর সম্পাদক রিযাজ উদ্দিন রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক আবদুল মতিন ভুইয়া, সদস্য শাহে আলম মুরাদ ও গিয়াস উদ্দিন সরকার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...