জানুয়ারি ১১, ২০২৫

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধের পর সড়কে চাপ বেড়েছে যানবাহনের। আজ মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, তেজগাঁও, রমনা ও কাকরাইল এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

এবারের অবরোধেও চলেনি দূরপাল্লার বাস। রাজধানীর সড়কেও যানবাহনের চাপ ছিল না বললেই চলে। তবে অবরোধ শেষে আজ সড়কে চাপ বাড়লেও প্রবল যানজট তৈরি হতে দেখা যায়নি।

ট্রাফিক সিগন্যালগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। দ্রুত গতিতে ছুটছে সবাই। তবে সিগন্যাল আসতেই গতি কমছে। ব্যস্ততম এলাকাগুলোতে দেখা যায় সিগন্যাল ছাড়ার অপেক্ষা। স্বাভাবিক সময়ের মতো বিজয় সরণি মোড়ে গাড়ির চাপ বেশি রয়েছে। তবে তৈরি হয়নি তেমন যানজট।

ফার্মগেট সিগন্যালে অপেক্ষারত এক সিএনজিচালক বলেন, অবরোধ শেষে ধারণা করেছিলাম যানজটের কারণে রাস্তায় আজ ভোগান্তি পোহাতে হবে। তবে হয়েছে তার উল্টো। অন্যান্য দিনের তুলনায় এখনও সড়ক অনেকটাই ফাঁকা। সিগন্যালে হালকা চাপ থাকলেও কিছুক্ষণ পরপর সিগন্যাল ছেড়ে দেওয়ায় যানজটের তেমন একটা সৃষ্টি হচ্ছে না। সূত্র এটিএন বাংলা

এ নিয়ে মতিঝিল ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মইনুল হাসান জানান, সার্কিট হাউস সড়কে সংস্কারের কাজ চলায় সেটি প্রায় বন্ধ রয়েছে। তাই চাপ পড়েছে আশপাশের সড়কে। ফ্লাইওভারের ওপরে ও নিচে যানবাহনের চাপ বেশি।

ট্রাফিক তেজগাঁও বিভাগের ডিসি জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে অফিসগামী যানবাহনের হালকা চাপ ছিল। তবে বেলা ১১টার পরে রাস্তার অবস্থা স্বাভাবিক হয়ে গেছে। বিকেলে আবার অফিস ফেরত যানবাহনের চাপ বাড়তে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...