জানুয়ারি ৫, ২০২৫

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড অপো তাদের জনপ্রিয় এ১৭ মডেলের ফোনের দাম কমিয়েছে। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, অপো এ১৭ মডেলের ফোনটি ১৭,৯৯০ টাকার পরিবর্তে ১৬,৯৯০ টাকায় কেনা যাবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

এই মূল্যছাড়ের উদ্দেশ্য হচ্ছে, আরো বেশি বাংলাদেশি ক্রেতারা যেন বাজেটের চিন্তা ছাড়াই দারুন সব ফিচার সমৃদ্ধ ফোনটি উপভোগ করতে পারেন।

প্রিমিয়াম ‘লেদার-ফিল’ ডিজাইনের অপো এ১৭ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৫০০০ এমএএইচ ক্ষমতার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ৪ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম। এই স্মার্টফোনটির স্ক্রিনের আকার ৬.৫৬ ইঞ্চি এবং স্ক্রিন রেশিও ৮৯.৮ শতাংশ। এছাড়া এটির পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৬৯ পিপিআই। ফোনটির রিফ্রেশ রেট ও টাচ স্যাম্পলিং রেট দুটোই ৬০ হার্জের।

অপোর নিজস্ব কালারওএস ১২.১ ইউজার ইন্টারফেস সমর্থিত এই ফোনটিতে আরো রয়েছে ফিংগারপ্রিন্ট, ফেসিয়াল রিকগনিশন এবং দুটি ন্যানো সিম কার্ডের সুবিধা।

দেশের সকল অনুমোদিত অপো স্টোরে নতুন নির্ধারিত এই মূল্যে এ১৭ মডেলের স্মার্টফোন পাওয়া যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...