জানুয়ারি ২৩, ২০২৫

অপরিকল্পিত নগরায়ণ ভূমিকম্পে জীবননাশের হুমকি হয়ে দাঁড়াবে মন্তব্য করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন বলেছেন, অপরিকল্পিত নগরায়ণ যেভাবে হচ্ছে সেটা সত্যিই আমাদের জন্য একটা ঝুঁকি। এমনকি পুরান ঢাকার মতো যে জায়গাগুলো আছে, সেখানে আমাদের হয়তো প্রশিক্ষিত জনবল থাকবে যন্ত্রপাতি থাকবে কিন্তু কোনও ধরনের ভূমিকম্প হলে আমরা কী সেখানে পৌঁছাতে পারবো?

বুধবার (৮ ফেব্রুয়ারি) সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বাংলাদেশ থেকে ফায়ার সার্ভিসের ১২ সদস্য উদ্ধার কাজে অংশ নেওয়ার বিষয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দিন রোডে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দফতরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মহাপরিচালক মাইন উদ্দিন বলেন, ‘একটা জিনিস আমাদের আরও বেশি লক্ষ্য রাখা দরকার, আমাদের মাটির নিচে স্যুয়ারেজ সিস্টেম রয়েছে, গ্যাস সিস্টেম রয়েছে, ইলেকট্রিসিটি সিস্টেম রয়েছে। যখন ভূমিকম্প হবে তখন এগুলোর কী হবে? আজকের সেবামূলক সিস্টেমগুলোই আমাদের জীবননাশের হুমকি হবে।’

তিনি বলেন, ‘আমাদের গ্যাস সিস্টেমের অটো ভালভিং সিস্টেম থাকতে হবে। যদি একটা পর্যায়ের পরে ট্রিমার হয়, ঝাঁকুনি হয়, এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেন অগ্নি দুর্ঘটনা না ঘটে। আমাদের আরও অনেক কাজ করার আছে।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকেই বলছেন, যেকোনও সময় ঢাকা শহর বা বাংলাদেশে ভূমিকম্প হতে পারে। আমরা সেটা নিয়েই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। আমরা অত্যাধুনিক যন্ত্রপাতি কিনেছি। আমাদের জনবলকে প্রশিক্ষিত করছি। জনবল বাড়ানো হচ্ছে প্রয়োজন অনুযায়ী। আমাদের সঙ্গে যারা কাজ করবে– সশস্ত্র বাহিনী বিভাগ বা অন্যান্য বিভাগ, তাদেরও প্রশিক্ষণ দিচ্ছি। কীভাবে কাজ করা হবে সে বিষয়ে কাজ করে যাচ্ছি। যাতে এই দুর্যোগ এলে আমরা উদ্ধারকাজ ঠিকমতো করতে পারি। এছাড়া আমাদের বিদেশি যেসব বন্ধু রয়েছে তাদের সহায়তায় ট্রেনিং চালিয়ে যাচ্ছি।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...