জানুয়ারি ২৮, ২০২৫

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য। আজ সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত গণতান্ত্রিক পূণর্গঠনের সংলাপে তিনি আরও বলেন, অপরাধ প্রমাণিত হওয়ার আগেই জামিন নাকচ করার চর্চা ছিল উচ্চ আদালতে। উচ্চ আদালতের বেশিরভাগ বিচারক নিয়োগ হয়েছে দলীয় বিবেচনায়।

আইন উপদেষ্টা জানান, যেসব বিষয়ে জাতীয় ঐকমত্য আছে, সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের প্রধান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম বলেন, বিচারপতি মানিকের কলা পাতায় শুয়ে থাকার ছবিটি সব বিচারকের পিছনে টানিয়ে রাখা উচিৎ। তাহলে বোঝা যাবে, বিচারপতিদের আচরণ কেমন হওয়া উচিৎ? কে কি বক্তব্য দিতো, তা টিভি ও ইউটিউবে দেখে বিরোধী দলের সেই ব্যক্তিকে আদালত অবমাননার মামলায় হয়রানি করতেন প্রধান বিচারপতি ও তার মনিটরিং সেল। তাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবীদের সিন্ডিকেটের কারণে দুর্নীতি মামলার খরচ বাড়ে। ধ্বংস হয়ে যাওয়া বিচার বিভাগের সুদিন ফিরিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...