জানুয়ারি ২২, ২০২৫

চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এ টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (১ জানুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব এশিয়া কাপ জেতানো অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বিশ্বকাপে নেতৃত্ব দেবেন বাংলাদেশ দলকে।

বয়সভিত্তিক ক্রিকেটে ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করেছিল বাংলাদেশের যুবারা। এরপর ২০২৩ সালে এসে ধরা দিয়েছে যুব এশিয়া কাপের ট্রফি। বর্তমান বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন দেশের ক্রীড়াপ্রেমীরাও।

আরেকটি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে কিছুদিন আগে এশিয়া কাপ জেতা দলটি। প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া রাব্বি-শিবলি-আরিফুলদের নিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরাও। দক্ষিণ আফ্রিকার কন্ডিশনকে বিবেচনায় রেখে দল সাজানো হয়েছে বেশ সতর্কতার সঙ্গে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফা মৃধা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...