ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি দ্যা সিটি ব্যাংক লিমিটেড তার অনুমোদিত মূলধন বৃদ্ধি করবে। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করা হবে। সিটি ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আগামীতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধিত মূলধন বাড়াতে যাতে সমস্যা না হয়, সে লক্ষ্যে অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিচালনা পর্ষদের একই বৈঠকে ব্যাংকটি নাম দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে পরিবর্তন করে সিটি ব্যাংক পিএলসি করার সিদ্ধান্ত হয়েছে। সংশোধিত কোম্পানি আইনের নির্দেশনা অনুসারে এই পরিবর্তন করা হচ্ছে।

আগামী ৪ জুলাই দুপুর ২টায় ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ মে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...