ডিসেম্বর ২২, ২০২৪

উচ্চ আদালতে অনেক রায় এখন বাংলায় দেওয়া হচ্ছে বলে জানালেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আন্তর্জাতিক মামলাগুলো বাদে অদূর ভবিষ্যতে উচ্চ আদালতে সকল মামলার রায় বাংলায় দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বছর থেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশিত সব রায় ও আদেশ বাংলায় দেখতে নতুন প্রযুক্তি সেবা যুক্ত করা হয়েছে।

এখান থেকে গুগল প্রযুক্তির মাধ্যমে বিচার প্রার্থী ও আইনজীবী বা যেকোনো ব্যক্তি ওয়েবসাইটে ইংরেজিতে প্রকাশিত রায়-আদেশ বাংলায় অনুবাদ করে দেখতে পারেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ মিলে বর্তমানে শতাধিক বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানও বাংলায় রায় লিখেছেন। আপিল বিভাগের বিচারপতির মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাহাঙ্গীর হোসেন সেলিম অসংখ্য রায় বাংলা ভাষায় দিয়েছেন

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...